Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশনঃ

১। অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদন মূখী শক্তিতে রুপান্তর করা,

২। দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা;

৩। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের মিশনঃ

১। উপজেলা কাযালয়ের মাধ্যমে বেকার যুবদের প্রশিক্ষন প্রদান করা ;

২। উপজেলায় ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুব কাযক্রমকে জোরদার করা;

৩।যুবদের ক্ষমতায়নের নিমিত্তউদ্ধুদ্ধকরন, প্রশিক্ষন, ক্ষদ্রঋণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে তাদের কর্মসংস্ধান এবং আত্নকর্মসংস্থানে নিয়োজিত করা সহ তাদেরকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিটিস্তরে সম্পৃক্তকরা ;

৪। বেসরকারী সেচ্ছাসেবী যুবসংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিখিন্ন গ্রুপে সংগঠিত করা ;

৫। স্থানীয় পর্যায়ে যুবসংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবংঅংশ গ্রহন মূলক উন্নয়ন প্রক্রিয়ার তাদের অংশ গ্রহন

নিশ্চিত করা ;

৬। যুবদের গনশিক্ষা কার্য়ক্রম, দূযোগ ব্যবস্থাপনা , প্রামিকস্বাস্থ্য পরিচযা,পরিবেশ উন্নয়ন সম্পদ সংরক্ষন ইত্যাদি আর্থ-সামাজিক কাযকলাপে সম্পৃক্ত করন এবং সমাজবিরোধী কাযকলাপ রহিত করন, বাল্যবিবাহ বন্ধ, যৌতুক বিরোধী, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, এইচ আই ভি/ এইড্স এবং এস টি ডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা;

৭। যুবদের সিদ্ধান্ত গ্রহনমূলক প্রক্রিয়ায় অংশ গ্রহনের সুযোগ দান ।